একটি অনামী কবিতা কবিতা – সুপ্রভাত মেট্যা
ধানক্ষেতে,
দিনদুপুরের মাঠে রাগি বাবার মুখ লাল হয়ে ওঠে!
তবু বসন্ত সোনার কথা ভেসে আসে
তার ঠোঁট থেকে, আর লেখা
যত আলো সে এ পর্যন্ত আমাকে দিয়েছে, তার সমূহ কবিতা।
আমি তাকে কখনও আমার অশ্রু দেখায়নি।
দেখিয়েছি আনন্দ আর পাওয়া যত, তার খুশি।
শহর থেকে, বড় রাস্তার এপারে
আমাদের আমবাগান, তালসারি ঘেরা পদ্মপুকুর,
সেই জলে ছেলেবেলা হারিয়ে যাওয়া আমার ডুবসাঁতার,
তারই স্মৃতি মনে পড়ে এখন।
মনে পড়ে,
মেয়েটির সুরেলা কন্ঠে একটি অনামি কবিতা,
যাকে লবনদুঃখজলে জন্ম দিয়ে এক কবি ভেবেছিলেন
ছড়িয়ে ভারতবর্ষ হবে একদিন সে।
একটি অনামী কবিতা কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
শ্রাবণ সন্ধ্যা
শাস্তি
তিতির কান্না