কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪৩১ » নদীর শিয়রে

নদীর শিয়রে

নদীর শিয়রে কবিতা – তুষার ভট্টাচাৰ্য

রয়েছি অজ্ঞাতবাসে মাঝে মাঝে চলে যাই বিজন দুপুরে নদীর শিয়রে  ;

সেখানে পেঁজা তুলোর মতন ছেঁড়া ছেঁড়া

দুঃখী মেঘ ওড়াউড়ি করে  ;

নদীর ঝিম ধরা ফরসা জলে ভেসে ওঠে

আমার ক্লান্ত মুখের ছবি  ;

বৃদ্ধ মাঝি ডাকে – ‘

ওপারে কে যাবি আয় ‘

নৌকো গলুইএর কান্নার শব্দ ভেসে যায়

শীতার্ত বাতাসে

নিরবধি  ;

নিজের ম্লান আবছা ছায়ার ভিতরে থমকে দাঁড়াই

এখনই কেন চলে যাব  ?

হৃদয়ের বাতিঘরে  নীরবে জেগে ওঠে

বালক বেলার শিকড়ের মায়াটান ;

দুধের শিশুর চাঁদপানা মুখ দেখে

 আমি স্বপ্ন বুনে যাব নতুন দিনের

অফুরান l

নদীর শিয়রে কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!