কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪৩১ » ব্যর্থ রম্য

ব্যর্থ রম্য

ব্যর্থ রম্য কবিতা – অর্পিতা দাস

হর্ম্য না হলেও বোলতা ঘর বুনেছে চুপিসারে,

সবার সামনে হলেও হয়েছে চোখের অগোচরে।

রবির ওঠার আগেই সে দেখতে আসে,

ছোট্ট ঘরটাকেই সে যেন অজান্তেই ভালোবাসে।

ঘরটি গড়ে তুলেছে দুটো বইয়ের সীমান্তবর্তীতে,

বর্তমানেই দিব্যি আছে; যেতে চায়না অতীতে।

শতাধিক যন্ত্রণা সহন করে জন্মেছে ভ্রূণ,

কিন্তু আজই রূপ নিয়েছে দুর্ধর্ষ হুন।

একি! সে কত্ত আশায় বেঁধেছিল ঘর,

কিন্তু রাতারাতি উধাও একটা রাতের পর।

উন্মত্ত হয়ে ফিরে ফিরে চায়, করুণ 

চক্ষে জল টলমল; ঝিকমিক করে নবারুণ।

পরিস্থিতির স্বীকার ভেবে এড়িয়ে গেল বোলতা,

কেন তার জীবনে এত সংশয়; জানেনা ইয়ত্তা।

বাক্যবাগীশ মৌ’য়ের কাছে কান্না করে পুনরায়,

সহ্যশক্তি বাড়িয়ে বুভুক্ষা মনে ঘুরে দাঁড়ায়।

ব্যর্থ রম্য কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!