আমন চাষী কবিতা – বিজন বেপারী
আমন চাষী রোপণ করে
আমন ধানের চারা,
রোদ বৃষ্টি জলে ভিজে
কষ্ট ক্লেশে তাঁরা।
হাঁটু সমান জল কোথাও
আবার কোমর জল,
নেই পরোয়া জোঁক আর পোকে
ব্যস্ত কৃষক দল।
সাজবে আবার অগ্রাণ মাসে
ফলবে সোনার ফল,
ওমন হাসি দেখে খুশি
যোগায় বুকে বল।
সোনার বাহার আঁটি আঁটি
মনটা ভরে যায়,
সারাদেশের সব মানুষে
পরমানন্দে খায়।
আমন চাষী কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
প্রচ্ছদ
কায়দায় জীয়ন কায়দায় মরণ
পিরীতি কাঁঠালের আঠা