গলনাঙ্কের হিসেব কবিতা – নীলম সামন্ত
গলনাঙ্কের হিসেবে আমি বরাবরই কাঁচা
তাই পাহাড় পাথর পেরিয়ে
বাঁশের সাঁকোতে দিয়েছিলাম টিপ ছাপ
তখনও সূর্য অস্ত যায়নি
সমতলের চা দোকানে দুধ ফুটছে
এই সৌন্দর্যের মাঝে
নিজেকে ঘুম বলে পরিচয় দিলে
বুঝে নিই
আমার জন্য কোথাও কোন
বিছানা সাজানো নেই
ময়ূর ছাপের নক্সীকাঁথা কিংবা
ল্যাভেন্ডার ঠাসা বিছানার চাদর
এমনকি এক গ্লাস জল
জল—
জানো পায়ের তলায় ভাগীরথী দেখতে দেখতে
শব্দ চিনেছি
হুংকার শুধু হুংকার
অথচ নদীকেই নরম বলে ব্যাখ্যা করে গেছ
ঈশ্বরের যে কত রূপ
সেতার বাজলে দেখেছি
বিভ্রান্ত হয়ে দেখেছি
শুধু অন্ধকার চেনার সময়
নিজেকে আস্তে করে নামিয়ে এনেছি ধৌলিগঙ্গায়
গলনাঙ্ক তখনও মাপতে পারিনি
ক্ষোভহীন দুই হাত বাড়িয়ে
তোমায় কোলে নিয়েছি
—- আমার সন্তান
বরফগলা জলে ভেসে যাওয়া
অসম্ভব নিখুঁত টানের
প্রজাপতি আলপনা।
গলনাঙ্কের হিসেব কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
নক্ষত্রকন্যা
এলিয়েন সাইকোভেগাসের গল্প
পুতুলের সংসার