ছেঁড়া জামা কবিতা – কালনিশা
তুলোর মেঘ আর কাশবনে,
বকের সারি বেড়ায় উড়ে।
বালির ছেলে রেল লাইনে,
বোতল, প্যাকেট কুড়িয়ে মরে।
মা দুগ্গা এলেন ঘরে,
হল এই দুটি দিন।
বালির ছেলে, পচার ছেলে,
ময়লা কুড়োয় সকল দিন।
একটি মেয়ে বায়না ধরে,
মা আমি চাই পুতুল।
বালির ছেলে আবাক হয়ে,
কোথায় আমার জামা নতুন?
জানিস,পেঁচু জামা হবে,
সামনের বার পুজো হলে।
রাস্তায় দুটি লোক বলে,
আমাদের নাকি জামা দেবে?
ছেঁড়া জামা কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
প্রচ্ছদ
কায়দায় জীয়ন কায়দায় মরণ
পিরীতি কাঁঠালের আঠা