অবয়বে আমি ছোটগল্প – সুনন্দিতা দত্ত
রাত প্রায় আড়াইটে।
মাথার ওপর পাখা টা বনবন ঘুরছে, নিস্তব্ধ একটা মুহূর্ত। যেনো মনে হচ্ছে আমার সময় এটা আর কারোর নয় ।
চাদর টা আরো খানিকটা টেনে নিয়ে সিলিং এর দিকে চোখ যেতেই কত কিছুই মাথার মধ্যে ধরা দিতে শুরু করলো। আমি ঘামছি , আমি বুঝতে পারছি সেটা কিন্তু চোখ খোলার সাহস পাচ্ছিনা । না না পাচ্ছিনা নয় , হয়তো আমিই খুলছিনা । কেমন একটা অস্বস্তিকর বোধ হতে শুরু হলো । অবশেষে তড়তড়িয়ে চাদর ফেলে বসে পড়লাম। চোখে মুখে হাত দিতেই দেখি আমি ঘামছি রীতিমতো গলগল করে। যেনো একরাশ দুশ্চিন্তা আমার হার্টবিট টা ধরে রেখেছে। পাশে রাখা বোতলের জলটা খেয়ে চোখ মুখ মুছে আবারও শুয়ে পড়লাম পাশ ফিরে।
ঘুমটা আসছে বুঝতে পেরেও , ঘুমোতে যে পারছিনা এটার চাইতে কষ্টকর পরিস্থিতি বোধকরি রাতের বেলা কারোর কাছে কিছু হয়না হয়তো । চোখ চাইছে বিশ্রাম কিন্তু মাথার যেনো কোনো ক্লান্তিই খুঁজে পাচ্ছি না আমি। একনাগাড়ে একটার পর একটা চিন্তা হয়েই চলেছে। কি জানি ,ভাবছি বলেই হচ্ছে নাকি হচ্ছে বলেই ভাবছি । বুঝে উঠতে উঠতেই কখন যে ঘুমিয়ে পড়লাম জানিনা।
পরদিন সকালে প্রথম চোখটা খুলতেই আধো ঘুম চোখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। সত্যি বলতে , রোজই তো নিজেকে এভাবে সকালে আয়নার সামনে দেখি … কই কখনো এভাবে মনে হয়নি । আজ যেনো অনিচ্ছাবশত বেখেয়ালেই হাতটা আয়নায় চলে গেল। বিড়বিড়িয়ে বলতে শুরু করলাম-
কি রে , কেমন আছিস ?
– জবাব দিতে গিয়েও কেনো জানিনা সেদিন কেঁদে উঠলাম ।
কাঁদছিস কেনো বোকা ? তাকিয়ে দ্যাখ তোর সব ঠিক আছে।
– উত্তরে নিজেকেই বললাম, আমি ক্লান্ত। দুমড়ে গেছি । কষ্ট হচ্ছে। ক্ষমতা শেষ। একলা লাগছে। পারছিনা আমি। শক্ত হতে চাই আমি। চাপা পড়ে গেছি অনেক কিছুর ভারে । …তাই কাঁদছি , আমায় কাঁদতে দাও ।
ওপাশ থেকে আয়নার অবয়ব টা বললো আমার বুকে আয় , কাছে এসে জড়িয়ে ধর। দেখবি সব ঠিক হয়ে যাবে।
কে বলেছে তুই একা ? কেউ নেই তোর ?
চোখের নিচে কালো ডার্ক সার্কেল স্পট টা দেখেছিস একবারও ? কতোকাল ঘুমোসনি যেনো , বড্ড রাগ লাগছে রে তোর ওপর । তুই আমায় একটুও যত্ন করিসনা আর , একটুও আমায় কত দিন খেয়াল করে দেখিসনা পর্যন্ত । এমন করলে হবে না।
সুস্থ হয়ে ওঠ । তোর জন্য আমি আছি । (একটা চোখ বন্ধ করে হালকা হাসিতে যেনো আমার আমিটা আশ্বাস দিল )
– আয়না টা তৎক্ষনাৎ জড়িয়ে ধরলাম, চোখের জলটা কাঁচের ওপরে লেপ্টে গেল ।
আমি আমার জন্য আছি । আমি ভালো আছি। আমার কিছুই হয়নি । সব ঠিক আছে। আমার কাউকে লাগবেনা। আমার আমিটা কে যত্ন করার ভালো রাখার দায়িত্ব আমার ।আমি কথা দিলাম তোকে আজ থেকে অনেক টা বেশি প্রায়োরিটি দেবো , ভালো রাখবো , যত্নে রাখবো সবশেষে সারাদিনের মধ্যে তোকে (নিজেকে) বেশি সময় নিয়ে ভালোবাসবো ।
গাল ভেজা মুখটা আয়নার থেকে তুলতেই দেখলাম কাঁচটা অস্পষ্ট হয়ে এলো । চোখের জলটা তাড়াতাড়ি মুছতে গিয়ে দেখলাম অবয়ব টা থাকলেও জীবন্ত আমিটা যেনো মিলিয়ে গেছে ততোক্ষণে।
আমি একাই দাঁড়িয়ে।
বুঝলাম , সমস্ত মনখারাপের শেষে .. নির্ঘুম রাতের পরে … ভালো – মন্দের মাঝে যদি কেউ নিজেকে সামলে নিতে পারে সেটা শুধুমাত্র,” সে নিজেই “।
নিজে নিজেকে সামলে নিতে পারলে জীবনটা সুন্দর , সত্যিই সুন্দর।
অবয়বে আমি ছোটগল্প – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
গল্প হলেও সত্যি
প্রচ্ছদ
কায়দায় জীয়ন কায়দায় মরণ