আমরা সবাই বলি আমি ভয় পাইনা। কেউই ভয় পায় না, যদি না তারা এটির মুখোমুখি হয়। তাহলে একটা পরীক্ষা করা যাক। কে তোমাকে ভীত করেছে, আর কে ভয় পেয়েছে? কি বলেন…? পরিক্ষা আমরা প্রতিযোগিতা মাধ্যমে করবো। প্রতিযোগিতা নিয়মাবলী নিচে দেওয়া আছে। যার লেখা সব থেকে বেশী ভিউয়ার রা পছন্দ করবে। তাদেরকে কলমপাতুরি থেকে সন্মানিত করা হবে।
অনুগ্রহ করে নিন্মেলিখিত নিয়মাবলী মেনে আপনার লেখাটি জমা দিন। এই সময়সীমার আগে বা পরে জমা করা লেখা এই প্রতিযোগিতার অংশ হিসাবে বিবেচিত হবে না। এই প্রতিযোগিতায় সবাইকে স্বাগতম। দয়া করে সাবধানে নিয়ম এবং প্রবিধানগুলি পড়ুন।
লেখা জমা দেওয়ার পদ্ধতি
- সর্বনিম্ন শব্দ সংখ্যা হতে হবে ৫০০, সর্বোচ্চ শব্দসীমা ২০০০ এর মধ্যে।
- হাঁউ মাঁউ খাঁউ প্রতিযোগিতায় লেখা পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২৩
- প্রতিযোগিতার ফলাফল ঘোষণার তারিখ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩
- লিখা জমা দিন সরাসরি আমাদের ওয়েবসাইটে অথবা ই-মেল করুন [email protected]
- প্রতিযোগিতায় প্রকাশের পূর্বে অন্য কোথাও প্রকাশিত লেখা গ্রহনযোগ্য নয়।
- চরিত্র গঠনে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। চরিত্রের পাশাপাশি ঘটনার পটভূমির উপরও বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
- এই ধরনের গল্পের মূল বৈশিষ্ট্য হল ভূত ।
- কোনো রকম রাজনৈতিক উস্কানিমূলক, নির্দিষ্ট ধর্ম বা জনগোষ্ঠীকে আঘাত করা, উগ্রতাপূর্ণ, নাশকতামূলক, যৌনবিকৃত কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা গ্রহনযোগ্য নয়।
- প্রকাশিত লেখার দায়ভার লেখকের সম্পূর্ণ নিজের। কলম পাতুরি এ বিষয়ে কোনো দায় গ্রহণ করবে না।
ই–মেল করার পদ্ধতি
- ইমেইল সাবজেক্ট লাইনে লিখবেন “হাঁউ মাঁউ খাঁউ ভৌতিক গল্প প্রতিযোগিতা“।
- তারপরে ইমেইল বডি তে, প্রথমে আপনি নিজের কাহিনীর নাম অনুযায়ী শিরোনাম “গল্পের নাম” লিখবেন।
- এরপর আপনার লেখা গল্পটি মেল বডিতে বাংলা হরফে টাইপ করে দেবেন।
- গল্পের শেষে :-
- লেখকের নাম, ঠিকানা
- অল্প সংখ্যায় লেখক পরিচিতি
- লেখকের ছবি
- প্রচ্ছদ অর্থাৎ কভার ফটো যুক্ত করবেন
- সোশ্যাল মিডিয়া লিংক( facebook profile link ) অবশ্যই শেয়ার করবেন।
- লেখা মনোনীত হলে ই-মেল এবং কলম পাতুরি ফেইসবুক পেজ এর মারফত সকলকে জানানো হবে।
- উপরিউক্ত নিয়মাবলী মেনে লেখা পাঠালে তবেই সে লেখা গ্রহণযোগ্য হবে।
মনোনয়ন পদ্ধতি
- লেখা প্রকাশিত হওয়ার পরে যে লেখাটি বেশি পরিদর্শিত (viewers) হবে তার ভিত্তিতেই প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে।
- প্রথম তিন জন লেখক পেয়ে যাবেন ভারতীয় মুদ্রায় ২৫০ টাকা করে আর্থিক পুরস্কার।
- এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল লেখক কলম পাতুরি পক্ষ থেকে পাবেন একটি বিশেষ ডিজিটাল সার্টিফিকেট।
- লেখকের ইন্ডিয়ান ব্যাঙ্ক/UPI অ্যাকাউন্ট থাকা আবশ্যিক।
বিশেষ দ্রষ্টব্য:
বিচারক সম্বন্ধিত কোনও তথ্য প্রকাশ করা যাবে না। এই প্রতিযোগিতায় বিচারকের বিচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে, তাই ফলাফলের পর বারংবার বিচারকের সম্বন্ধিত কোনও তথ্য যথা: নাম, ঠিকানা এবং বিচার্য সংক্রান্ত জানার অনুরোধ না করাই শ্রেয়।
প্রচ্ছদ বা কভার ইমেজ সংক্রান্ত কিছু তথ্য ?
যে কোনও লেখা প্রকাশ করার পূর্বেই সেই লেখার প্রচ্ছদ অর্থাৎ কভার আপলোড করা যায়। আপনি নিজের তোলা যেকোনও ছবি দিতে পারেন অথবা, ফ্রী-কপি-রাইটহীন ওয়েবসাইট থেকে আপনার লেখার সঙ্গে সামঞ্জস্য রেখে ছবি ডাউনলোড করে দিতে পারেন। একটি বইয়ের প্রচ্ছদ যেমন হয়, তেমনই কলম পাতুরির প্রতিটি লেখা পাঠকদের কাছে আকর্ষণীয় করার জন্য এই প্রচ্ছদ দিতে বলা হয়। আমাদের সিস্টেমে পরীক্ষা করে দ্যাখা গেছে, প্রচ্ছদ যুক্ত লেখায় অধিক সংখ্যক পাঠক আকর্ষিত হন। প্রচ্ছদ দেওয়া বাধ্যতামূলক না, তবে দিতে বলার কারণ বেশী মানুষের কাছে পৌঁছানো ব্যতীত আর কিছুই না।
আপনি ইভেন্টের বিষয়ে কিছু জানতে ইচ্ছুক হলে [email protected] এই ই–মেল আইডিতে ই–মেল করতে পারেন, সকল অংশগ্রহণকারীর জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।