মহব্বতের পাখি কবিতা – মনিরুজ্জামান প্রমউখ
তুমি অনিমেষ ফ্রি থাকলে,
চলো প্রেম করি।
আমার বাড়ির অনতিদূরেই
“ত্রিমোহনা থিম পার্ক”।
যেনো গ্রাম-গহীনে
আধুনিকতা’র বিশদ বৈতরণী।
চলো, চলো তো
এক-বেলা ডেট করে,
অনুভবের প্যাক মেরে আসি।
দেখেছি কফি’র বুদবুদ
সেখানে ঘণীভূত বরফি।
এক বিকেলের পাঠশালায়
এসো ভাব করি।
ভাবানুবাদে যাই হয় ফল,
এসো ভাগ করি।
অতঃপর গুণে গুণে তাতে প্রেমের
বিরাট উইম্বলডন রেকর্ড গড়ি।
ভালো জানবে জানি
মহব্বতের পাখি জাহ্নবী।
চলো প্রেম করি।
আমার বাড়ির অনতিদূরেই
“ত্রিমোহনা থিম পার্ক”।
যেনো গ্রাম-গহীনে
আধুনিকতা’র বিশদ বৈতরণী।
চলো, চলো তো
এক-বেলা ডেট করে,
অনুভবের প্যাক মেরে আসি।
দেখেছি কফি’র বুদবুদ
সেখানে ঘণীভূত বরফি।
এক বিকেলের পাঠশালায়
এসো ভাব করি।
ভাবানুবাদে যাই হয় ফল,
এসো ভাগ করি।
অতঃপর গুণে গুণে তাতে প্রেমের
বিরাট উইম্বলডন রেকর্ড গড়ি।
ভালো জানবে জানি
মহব্বতের পাখি জাহ্নবী।
মহব্বতের পাখি কবিতা- সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
উদ্বর্তিনী
ভূতের বেগার
আগমনী শরৎ