ওটুকু জীবন কবিতা – শান্তনু গুড়িয়া
তোমার অঙ্গে কোথা থেকে যে অলংকার পরাই বুঝতে পারি না ,
পা থেকে পরাবো না মাথা থেকে!
পায়ে হাত দিলে তোমার শ্রী মুখটা দেখা হয় না
আবার মাথায় হাত রাখলে
তোমার শ্রী মুখ দেখতে পেলেও কিন্তু দেখা হয় না তোমার আলতা পরা পা দুটি ।
তোমাকে সাজানোর সাধ আর মেটে না
আবার দেখার আশ ওমেটে না ।
এবার ভাবছি তোমায় কোন অলংকারে সাজাবোনা।
বরং পূর্ণ সমর্পণের ভাষায় আনত নয়নে রক্তকরবীর মত
এই হৃদয়টি তুলে দেবো তোমার হাতে।
ওটুকু জীবন কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প