নতুন ভোর কবিতা – প্রতিমা বিশ্বাস সাহা
আজ আমি অনেক দূরে একা
কি জানি বৃষ্টি নামবে নাকি
অপমানের শেষ কাঠিটুকুও দিয়েছে পুঁতে
ভরা শ্রাবণেও আজ আমার আঁখিদ্বয় শুষ্ক।
কি হবে কেঁদে চোখের জল ফেলে
কার উপর অভিমান রাখবো জমিয়ে ?
আষ্টে পিষ্টে বেঁধেছি এবার মন পাখিটিকে
একটু ছাড়া পেলেই উড়বে আবার রঙ্গিন ডানা মেলে
তারপর স্বপ্ন দেখবে কুড়োবে অপমান অবহেলা নতুন করে।
এর চেয়ে ভালো আকাঙ্ক্ষা প্রত্যাশা সব জোছনার আলোয় বিলিয়ে দেওয়া
মনের বিষাদ গুলোকে নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া
ছোট ছোট স্মৃতি গুলো খসে পড়ুক দেওয়াল জুড়ে
আঁধার কেটে আসুক নতুন ভোর ঝলমলে দুপুরে।
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প