ভালবাসার মায়াজাল কবিতা – তুষার ভট্টাচাৰ্য
তারপর কার্তিকের হিম ভেজা মেঠো চাঁদ
যখন ঈশান কোনে ছড়িয়ে দেয় ধান জোছনার রুপোলি আলো
তখন শ্যামল বৈষ্ণবী তোকে দেখবো বলে
আমি মাঠঘাট, আলপথ,জল জঙ্গল পেরিয়ে ছুটে যাই
ওই নিখিল দিগন্ত সীমানায় ;
মুহূর্তে আমার স্বপ্ন মাদল চোখে ছড়িয়ে পড়ে
ভালবাসার অলৌকিক মায়াজাল l
ভালবাসার মায়াজাল কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প