দেশের মাটি কবিতা – অশেষ গাঙ্গুলী
আমার দেশের মাটির বুকে
জড়িয়ে আছে কত স্মৃতি।
কত অজানা ঐতিহ্যময় স্মৃতি
আর শত শত জানা – অজানা গৌরবের কথা।
আমার দেশের মাটিতে ঝরছে
শত শত বীর বিপ্লবীদের রক্ত।
তাদের এই বলিদানে
আমার পেয়েছি যে স্বাধীনতা।
আমাদের দেশকে শাসন আর অত্যাচার দিয়ে
বিদেশীরা করতে চেয়েছে দমন।
আমার দেশের বীর বিপ্লবীরা
জাত – পাত ভুলে করেছে যে তার নিমূল।
এনেছে দেশের মাটিতে স্বাধীনতা।
আমার দেশের নারীরা
স্বাধীনতা র ধরেছিল হাতিয়ার।
রুখে ছিল তারা বিদেশী শাসন।
রক্ষা করেছিল তারা দেশের সম্মান।
আমার দেশের সম্মান রক্ষার জন্য
চাষিরা হাতে তুলে নিয়েছিল হাতিয়ার
রক্ষা করে দেশের সম্মান।
লেখক কলম নামক তরবারির আঘাতে
বিদেশী শাসকদের মনকে করেছিল ভীত।
বুঝেছিল তারা তাদের সময় হয়েছে শেষ।
ওগো আমার দেশের মাটি
তোমার এই মাটিতে জন্ম নিয়ে
আমার জীবন হয়েছে ধন্য।
দেশের মাটি কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প