আবার সেই চিতাই কবিতা – দীপক জানা
মানুষ নাকি মনুষত্ব পোড়ে
পুড়তে পুড়তে কালো কালো ছাই
ছাই সরিয়ে আকাশ খুঁজে ফিরি
সভ্যতা বলে সকলেই ভাই ভাই
ভাই মানে কী, দ্বন্দ্ব, হিংসা, লোভ!
লোভ আগুনে ফুটে চলে কাকবোল
হাবিষান্নে ঘি, আলু, কাঁচকলা
চুরি হয়ে যায় সব অন্ন ও জল
জলের মতোই সহজ-সরল জীবন
আরো সহজ জীবন দেওয়া, নেওয়া
আমরা শুধু নিতেই ভালো জানি
দেওয়া প্রতিশ্রুতি শূন্য হাওয়া
হাওয়ায় ভাসে স্বপ্ন স্বপ্ন রোদ
কে নিবি বল স্বপ্ন, ইচ্ছে দামে
দামের চিতায় দেশ, কাল, সম্মান
দেখছো না কি চোখেই সন্ধ্যা নামে
নামতে নামতে যাবে কোথায় নদী
নদীর বালি মুঠো মুঠো খাও
বালির পাড়ে অসংখ্য সব চিতা
জ্বলে ওঠে সকলেই দাউ দাউ
দেওয়ার জন্য এই হাত ভিক্ষার
সব চোখেতে দুর্ভিক্ষ সার
করুণা কুড়িয়ে এর নাম বেঁচে থাকা
অন্তর্জলী নাগরিক অধিকার।
আবার সেই চিতাই কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প