অনুরোধ কবিতা – প্রশান্ত কুমার মণ্ডল
সময় এখন ঘরের ভিতর
মোবাইলে গোঁজা মুখ
ছাত্র ছাত্রী ব্যস্ত ভীষণ
বাড়ছে মনে অসুখ।
টিউশানি নামে পড়া নেই চাপ
মস্তিতে আছে সবাই
বাবা অফিসে মা সিরিয়ালে
পড়ায় ফাঁকিটা তাই।
বিদ্যালয়ে পড়া যেমন তেমন
ভাল্লাগে নাতো কিছু
মনের মধ্যে মোবাইল নেশা
আমাদের পিছু পিছু।
যুবকেরা সব মজেছে ফোনে
মেজাজও ঠিক নেই
নবীন বয়স ভাসছে স্রোতে
নিজেদের দোষেই।
অনুরোধ কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প