আমিই ঈশ্বর কবিতা – অভিষেক মিত্র
আপেলের বাগান, যেটা আমি প্রথম দেখলাম আর কেঁদে ফেললাম অঝোরে,
কারণ, তাকে বোঝার জন্য দরকার মেঘের মত ধৈর্য।
আমার নেই …
যে জীবনটা টর্চ দেখিয়েছিল অনেক দূর থেকে,
আর যেখান থেকে বয়ে গেছে অমৃতের নদী, আমি সেই অমৃত পান করিনি,
আমায় ধোঁকা দিয়েছিল আমার নরম আঙুলগুলো।
সেই কুয়াশাটা, যার মধ্যে দেখা যায় ঈশ্বরের মুখ,
সন্তর্পণে ছড়িয়ে গিয়েছিল চারিদিকে,
প্রতিটি ভাষার মধ্যে।
আমি ভাষা নিয়ে নিয়ে খেলা দেখাই না মৃতদের সার্কাসে।
আর, প্ল্যাকার্ডে লেখা আছে
আমায় উত্ত্যক্ত করবেন না।
আমার চোখের নীচে কালি, ভালো করে দেখলেই
বোঝা যাবে আমার ইতিহাস।
এই ম্যাজিক শিখতে কতটা পরিশ্রম লাগে।
আর সেই বিশাল উইন্ডমিলগুলো সাক্ষী আছে।
প্রতিরাতে তোমার মত ফুটতে চাই,
সেই ফুলের গন্ধ আমার নগ্ন করে দেয়
আর বৃষ্টি আসে ঝমঝমিয়ে,
কিন্তু বেশিরভাগ সময়ই একটু দেরি করে।
আমি বেসিকালি এক আদিম নদী প্রজাতির সন্তান,
জল পরিবেষণ করেছিল ‘লাস্ট সাপার’-এ,
এরই মাঝে কোন এক সময় কান্নায় ভরে উঠেছিল চোখদুটো,
হাত পেতে নিতে চেয়েছিলাম বন্যার জল, মৎস অবতার,
সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে।
আমিই ঈশ্বর কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প