কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

শারদীয়া

শারদীয়া কবিতা – মীরা রায়

আসছে পূজো, আসছে পূজো

ভাবতেই ভালো লাগছে

চারিদিকে নূতন আলোর ঝলক

শরৎএর রঙ দেখা দিচ্ছে।

পূজো পূজো গন্ধ ভাসে

আসবে কবে সেই দিন

নূতন জামা কাপড় জুতো পরে

কাটাবো পূজোর কদিন।

বড় বড় প্যান্ডেল

সুন্দর সুন্দর আলোক রাশি রাশি

খুশিতে মন ভরে যায়

দেখতে ভীষণ ভালোবাসি।

মা দূর্গার রূপের ছটা

দেখতে লাগে ভালো

সবাই মিলে জটলা করে

আনন্দে তে মাতলো।

পূজার সময় খাওয়া দাওয়া

ভীষণ মজার ভাই

চপ,কাটলেট , মোগলাই

লুচি আলুর দম খাই।

বিরিয়ানি ছড়াছড়ি

পূজার প্রসাদ ও পাই

পূজার কদিন ভালো ই কাটে

ঝগড়া বিবাদ নাই।

দূর্গা পূজায় ঘোরাঘুরি

কোথাও বা বেড়াতে যাওয়া

দশমীতে মন্ডা মিঠাই

পেট পুরে খাওয়া।

ধর্মের বিভেদ ভুলে

সবার সাথে বন্ধু হওয়া।

শারদীয়া কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!