ভালোবাসা কবিতা – পিঙ্কু চন্দ
খুব কাছাকাছি হেঁটে যাই
ছোট ছাতার নিচে বৃষ্টির ছাট
জ্যোৎস্নায় ভিজেছি কত রাত
আল পথে দেখেছি সবুজ মাঠ
শুধু তোমাকেই ভালোবেসে
হেঁটে যেতে পারি নির্জন বনে
অচিনপুরের নীল বারান্দায়
গিটারের সুর ভাঁজে আনমনে
এসো দুজন মিলে মনের সুখে
কাগজের নৌকা ভাসাই নদী জলে
ভালোবাসার পালকে হাজার সুখ
সুখের স্বপ্ন জমে নীলাম্বরী আঁচলে।
ভালোবাসা কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প