চির সবুজ কবিতা – লাবণী ধর
বিদ্রোহী মন আওয়াজ করে ওঠে –
“চিরসবুজ থাকতে চাই।”
ধূসর পাতাগুলো উল্টে দিয়ে এনে দিতে চায় চিরবসন্ত।
মধ্য বয়সের হলদেটে চেহারায়,
মনটাকে একদম তরতাজা রাখতে চায়।
স্মৃতি ভেসে ওঠে সেই সব যৌবনের অধ্যায়ের ।
ঝাল মুড়ি আলু কাবলি নিয়ে পায়ে পায়ে প্রেম!
কফি হাউসের একচেটিয়া আড্ডার আসর আজও তো একইভাবে সজীব।
ভাবলেই চোখ দুটো জ্বলজ্বল করে ওঠে ।
উৎসবের জলসা যেন !
মনকে দূরে ছড়িয়ে দিলাম – অজানার রাজ্যে ,
ফেলুদার রহস্যের দরজা ভেদ করে ,
শার্লক হোমসের হাতটা ধরে – ছোটবেলার প্রিয় খেলাগুলো আবার খেলতে চায়।
ধূসরের রাস্তা ছেড়ে সবুজের দিকে হাঁটা দেয় মন।
চির সবুজ কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প