হৃদয়কথা কবিতা – রবীন বসু
একটা ইন্দ্রধনু আঁকব বলে সারাদিন বসে আছি।
কত ভেলকি দেখছি আলোর, রঙের
কত কেরামতি; স্মৃতির ক্যানভাসে নিদারুণ
দুঃখ ওড়াউড়ি। কৈশোরের বুঁজে যাওয়া নদী,
ভাঙানৌকোর খোলে ফেলে আসা গল্পকথা
সব আজ জড়ো হয় ধারাবাহিকতায়;
উঠোনে বেড়ার ধারে পড়ে আছে সাদা মার্বেল
গুলতির টানে ছুটে যায় অব্যর্থ নিশানা;
আমি শুধু ঝুলে আছি লক্ষ্যবিহীন ক্যানভাসে।
ফোটেনি ইন্দ্রধনু-ছবি, আঁকা হয়নি হৃদয়কথা!
হৃদয়কথা কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প