বরফের টুকরো কবিতা – কৌশিক দাস
সময়ের সাথে যে মেয়েটা গোল্ডেন টরটয়েজ বিটল প্রাণীর মতো সহজেই নিজের রঙ বদলে ফেলেছে ক্রমশ একটা চেনা মানুষ রং মিলান্তি তাসের খেলায় সফেল করা জোকার কার্ডটার মতো সাসপেন্স হয়ে লুকিয়ে আছে সে এখন কোনো একটা পাতলা পিচবোর্ড প্লাস্টিকের তৈরি কার্ডের উপর ছবি হয়ে।
এই ব্যস্ত শহরে সময়ের অভাবে আমার আগোছালো জীবনে তোমাকে মনে রাখবার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছি না!
আমাকে প্রেমিক বলা যায় না এখন আর!
নিজেদের মাঝে দূরত্ব বাড়ায় কথা বলার সুযোগ ক্রমশ কমে আসছে!
আমার সবটুকু ভালোবাসা আজও আটকে রয়ে গেছে সেদিনের সেই গ্লাসের জলে ভাসতে থাকা বরফের টুকরোটার মতো। শান্ত স্বভাবের মেয়েটা যার খারাপ ভালো থাকার রিয়াকশনটা কোনো ফিলিংস-এ ধরা পড়তো না! ব্যস্ত জীবনে অঙ্কের হিসাবে বরাবরই কাঁচা মেয়েটা যে আমাকে একটু স্বস্তি দিত এই ছোট শহরে বড় কিছু আশায় এখন সে নিজের পথ বদলে ফেলেছে।
বরফের টুকরো কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প