কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » অণুগল্প » কালসাপ

কালসাপ

কালসাপ অণুগল্প – অঞ্জলি দে নন্দী

ফুলশয্যার রাতে গর্ভে এসেছে বলে বড় মেয়েকে যখন তখন চুলের মুঠি ধরে মা মারে আর দাঁত চেপে বলে, “কালসাপ! তোর জন্য আমার জীবন শেষ হল। এতো মানুষের মরণ হয়, তোর হয় না কেন? পাপী তুই বিদেয় হলে, প্রাণটা আমার জুড়োয়। সাত জন্মের কুকর্মের ফলে আমি এমন কুকন্যা পেটে ধরেছি। মর মর মর!” রোজ বেশ কয়েকবার এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

        মেয়ে কিছুই ভোজে না, শুধু কাঁদে। একদিন সে আর সহ্য করতে না পেরে বাস্তু শিবের মন্দিরে গিয়ে মাথা কুঁড়লো ও বলল, “বাবা মহাদেব! আমায় তুমি তোমার কোলে তুলে নাও!” এরপর একটি কালো রঙের সাপ এসে ওকে দংশন করল। ও মারা গেল।

       মা যেন মুক্তি পেল। এরপর থেকে রোজ একটি কালো সাপ এসে মায়ের শোবার ঘরের জানলার জালে মধ্য রাতে মাথা কোঁড়ে। মা বুঝতেই পারে না যে এই সাপ তারই মেয়ে। মাকে যে সে বড় ভালোবাসতো। মা সেই সাপকে রোজই তাড়িয়ে দেয়। সে এঁকেবেঁকে চলে গিয়ে বাবা শিবকে জড়িয়ে ধরে।

কালসাপ অণুগল্প – সমাপ্তি

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!