মিলন কবিতা – শেখ এহসান আহাম্মেদ
প্রাচীন কোনো ব্যাথা ছিলো পাহাড়ের গায়
তার ঠোঁঠে লেগেছিলো অভিমান।
দেখা মুখমুখি মেঘের সাথে তার,
তার চোখেও অভিমানের জল;
সমুদ্রের গর্জনে মুছে যায় সকল মনের অভিমান।
পাহাড়ি গাছেদের আর বৃষ্টির ফোঁটায়
এক হুলুস্হুল চুম্বন।
মিলন কবিতা – সমাপ্তি
লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
বসন্ত ফেরে