মন খুঁজে বেড়ায় তোকে কবিতা – বটু কৃষ্ণ হালদার
মন খুঁজে বেড়ায় আজও তোকে বসন্তের বেলাশেষে কোন অজানা স্বপ্নের দেশে,
তারাদের সাথে পাড়ি দেবো বলে।
তুই একবার ধরা দে এই শুন্য বুকে,যদি তা না পারিস তো,
কান পাত বাতাসের তালে তালে শুনতে পাবি ভাঙ্গা তানপুরার হাহাকার,
সেও তো একদিন তোর জন্য,হ্যাঁ শুধু তোর জন্য সুর তুলেছিল,
শুধু তোর জন্য গান বাঁধতে ভুলে গেছে কবিয়াল,
শুধু তোরই জন্য বসন্ত বিবাগী বাউল হয়ে লালমাটির পথে পথে ঘোরে,
মৌমাছিরা উড়ে গেছে,ফুলের মধু না খেতে দিশা হারিয়েছে সেই কোন ভোরে।
শুধু তোর জন্য কৃষ্ণচূড়া আজও লাল হয়ে ফোটে নি,
তার নয়ন হারিয়েছে ধূসর পথের বাঁকে,
শুধু তোর অপেক্ষায় কোকিল,
মলিন বসন্তে আজও কুহু কুহু ডাকেশুধু তোরই জন্য বসন্তের সোনালী আলোর পরশে আঁকা আলপনা
ধুয়ে মুছে সাফ বিষাক্ত বেনা জলে।
মন খুঁজে বেড়ায় তোকে কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
আসমান সে ভি উঁচা