বসন্ত ফেরে কবিতা – অদিতি চক্রবর্তী
বসন্ত কি দোর দিয়েছে চিলেকোঠার ঘরে
পলাশ শিমুল ফাগের লাজে আপনি ঝড়ে পড়ে!
মন অশান্ত হা বসন্ত ডেকে ফেরে বারে বারে
চলে যায় আর দেখে পিছু পানে কৃষ্ণচূরাটি তারে
কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া তোমার কি পড়ে মনে
ফেলে আসা সেই আগুন ফাগুন পঁচিশ বছর আগে
জুবুথুবু শীত পাহাড়ায় ছিল সদর দরজাতে
টিমটিম সেই হ্যারিকেন শিখা ভুষোকালি কাচেতে!
ঘনিয়ে আসা অন্ধকারে কুহকিনী সেই চাঁদ
ভেসে যেত কত অবহেলে নিয়ে যত অবসাদ
বনজোৎস্নায় স্নান সেরে নিয়ে সেজে নিত যত গাছ
অস্থির হয়ে ডেকে আনত সেই অমোঘ সর্বনাশ!
ভোরের আলোয় টুটে গেছে মোহ কৃষ্ণচূড়ার আজ,
সবাই তো জানে বসন্ত মানে ফাগুন চৈত্র মাস!
বসন্ত ফেরে কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
বেড়ানোর টুকিটাকি – টিউসানের সাইকেল টুর থেকে স্কুটিতে দার্জিলিং