শোনরে বিভুঁই মন কবিতা – অদিতি চক্রবর্তী
মন যদি সদা করে রাধে রাধে
রুক্মিণীর আর করার কী থাকে!
কানু বিনা বৃন্দাবন অন্ধকার লাগে
রুক্মিণীর প্রেম হয় মহৎ আত্মত্যাগে
রাধার প্রেমে কী তবে কেবলকামনা!
বৈষ্ণব কবি দেন হরেক ব্যঞ্জনা,
মানবের প্রেম নয় শুনো ভক্ত জন,
হ্লাদিনী রূপ ও যে কৃষ্ণ-প্রাণা মন,
পরকীয়া স্থান পায় ভক্তের হৃদে
কত বড় বঞ্চনা শুধু জানে রাধে!
সেই থেকে তিনলোকে প্রেম হল দূর
রুক্মিণী, রাধিকা দোঁহে গায়একসুর।
প্রেম যদি নাই থাকে কেন বাজেবাঁশি
পরকীয়া,স্বকীয়ার তর্কে নাহি আসি
একাছিলেএকাআছোশুনো’বরনারী’
ভুল প্রেমে হারিয়েছ তুমি অভিসারী!
শোনরে বিভুঁই মন কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
বসন্ত ফেরে