কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

জ্বলে যায়

জ্বলে যায় কবিতা – মৃত্যুঞ্জয় হালদার

জমানো যন্ত্রণা ঝরে যায় মুখমন্দে

নিশিভাগে

চেনা রাগে

নিরুদ্দেশ হওয়ার গল্পে উপেক্ষার

উন্নাসিক উপহার

আবারো আবিরে আগল আকাশ

ফেলে গেল দীর্ঘশ্বাস

তবুওতো মিলেছে দু’দণ্ড অশান্ত প্রশান্তি

বিদেশি কালচারে অভ্যস্ত সময়

অদৃশ্য অঙ্গীকারে অগ্নি প্রজ্বলিত

নিভে যাওয়ার পরও তুষের আগুনে জ্বলে যায় রাত।

জ্বলে যায় কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!