পিয়ালী মণ্ডল
মা,
শব্দ টা খুব ছোট
তাই না !
কম সময়ে উচ্চারিত
কিন্তু আমাদের জীবনে –
এঁর অসীম ভূমিকা।
দশ মাস যন্ত্রনা সয়েছে
সেই মা,
তাই আমরা দেখেছি
এই দুনিয়া।
ছোট থেকে বড়ো হওয়া,
ছোট পায়ে চলতে শেখা,
আধো আধো কথা বলতে শেখা –
সব কিছুতে মায়ের অবদান,
বলে শেষ হবে না।
মায়ের তুলনা মা যে নিজেই !
তাই মা যে প্রথম আর অদ্বিতীয়া।
কিন্তু কখনই বলা হয় না –
তোমায় খুব ভালবাসি মা।
অন্যান্য
প্রচ্ছদ
কায়দায় জীয়ন কায়দায় মরণ
পিরীতি কাঁঠালের আঠা